রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ইটাহারে


শনিবার,০৫/০৫/২০১৮
509

বাংলা এক্সপ্রেস---

আর কয়েক দিন বাদেই পঞ্চায়েত ভোট । এদিকে যখন নির্বাচনের প্রচারে ব্যাস্ত সব দল তখন অন্য দিকে
জল নিকাশির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ইটাহার বাসী। এদিন ইটাহার বালুরঘাট রাজ্য সড়ক ইটাহার বিদ্যুৎ দপ্তরের সামনে বাঁশ ফেলে পথ অবরোধ করেন সাধারণ মানুষ।খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহার থানার ওসি এনটি ভূটিয়া সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবরোধ উঠাতে গেলে উত্তেজনা ছড়ায়। এলাকা বাসীর বক্তব্য বৃষ্টি হলেই ইটাহারের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার উপর জল দারিয়ে থাকে দিনের পর দিন অথচ প্রশাসন সহ শাসক দলের কোন হেলদোল নেই, পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও, বিধায়ককে জানিয়ে কোন লাভ হয়নি দিনের পর দিন, শুধু আশ্বাসেই সার ।

দীর্ঘদিন ধরে জল দাঁড়িয়ে থাকার ফলে ব্যবসা ক্ষেত্রে ক্ষতির মুখে পরতে হচ্ছে, চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোন সুরাহা হয়না ফলে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি।এদিন দীর্ঘ দুঘন্টা অবরোধ চলার সময়ে, ঘটনাস্থলে যান বিডিও রাজু লামা প্রাথমিক ভাবে সংস্কার করার আস্বাস দিলে আন্দোলন উঠিয়ে নেয়। তবে সংবাদ মাধ্যমের সামনে বিডিও কিছু বলতে চাইনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট