বিরাট রনমূর্তি ২২ গজে


রবিবার,২০/০৫/২০১৮
4138

শুভ বিশ্বাস---

মাঠে প্রতিক্রিয়া দেখানো অভ্যাসে পরিণত করে ফেলেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে আরও একবার দেখা গেল মেজাজি কোহলিকে। আরসিবি ১৪ রানে হারায় সানরাইজার্স হায়দরাবাদকে। এই ম্যাচ চলাকালীনই উমেশ যাদবের বলে অ্যালেক্স হেলস ডিপ স্কোয়ার লেগে মেরেছিলেন। টিম সাউদি শরীর ছুড়ে দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন। মাঠে হাজির দর্শকরা সেই ক্যাচ দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সাউদির ক্যাচ দারুণ তা নিয়ে কোনও সন্দেহই নেই।

কিন্তু বলটা এতটাই নিচু ছিল, যে আম্পায়ারের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে দেয়। তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন গ্রাউন্ড আম্পায়ার। দেখা যায় বল টি মাটি ছুঁয়েছে তাই নট আউটের সিধান্ত দেয় আম্পায়ার। তাতেই মেজাজ হারান কোহলি । টিভি রিপ্লেতে দেখা যায় ফিল্ডারের হাতে বল পৌঁছনোর আগেই তা মাটি ছুঁয়ে ফেলে। থার্ড আম্পায়ার অ্যালেক্স হেলসকে নট আউট-এর সিদ্ধান্ত দেন। ব্যাপারটা দেখে স্থির থাকতে পারেননি বিরাট। তিনি ভেবেছিলেন, সাউদির নেওয়া ক্যাচটা বৈধ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট