হায়দ্রাবাদ ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জ রাখল কোলকাতার কাছে। জিততে হলে কোলকাতাকে ১৭৫ রান করতে হবে। কোলকাতার ওপেনিং করতে নেমেছে ক্রিসলিন ও নারিন। ক্রিসলিন যথেষ্ঠ ভালো ব্যাটিং করেছে এবং বিপক্ষে বল করতে নেমেছিল ভূবনেশ্বর। প্রথম তিন ওভারে ক্রিসলিন ও নারিন ৩৮ রান করে নিজেদেরকে সঠিক ওপেনারের পরিচয় দিয়েছে। ৩.৪ ওভারে নারিন ক্যাচ আউট হয়েযান এবং রানা ব্যাটিং এ নামে। ৮ ওভার শেষে ক্রিসলিন ও রানার জুটি ৮১ রান করে । ৮.৩ ওভার শেষে রানা রান আউট হয়ে যান এবং মাঠে নামল রবিন উথাপ্পা। দূভাগ্য জনক ভাবে রবিন উথাপ্পা ২ রানে আউট যান। ৫ উইকেট ১০৪ রান কোলকাতার, ব্যাক্তিগত ভাবে ৪৮ রান করে ক্রিসলিন আউট হয়েযান। বিপক্ষে খুব ভালো বলিং করে রসিদ খান। শেষ ওভারে খুব চাঞ্চল্যকর রয়েছে ৫ বলে ১৫ রানের প্রয়োজন কোলকাতার। অবশেষে কোলকাতাকে হারমানিয়ে হায়দ্রাবাদ জয়লাভ করল।
কোলকাতাকে হার মানিয়ে জয়লাভ করল হায়দ্রাবাদ
শুক্রবার,২৫/০৫/২০১৮
4280
সুদীপ্ত রায়---