কোলকাতার পার্ক হোটেলে অনুষ্ঠিত হল সর্বশ্রী হার্বসের বাৎসরিক অনুষ্ঠান


শনিবার,২৬/০৫/২০১৮
1759

বাংলা এক্সপ্রেস---

গত ২০মে রবিবার কোলকাতার পার্ক হোটেলে অনুষ্ঠিত হল সর্বশ্রী হার্বসের বাৎসরিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি তে উপস্থিত ছিলেন কোম্পানির কর্ণধার শ্রী গোপাল কুন্ডু মহাশয়, কোম্পানির ডিরেক্টর শ্রী প্রশান্ত কুন্ডু মহাশয় সহ কোম্পানির আরও অন‍্যান‍্য উচ্চপদাধিকারা অনেকে। উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতের কিছু নামিদামি ব‍্যক্তিগন, যারা সরাসরি যুক্ত আছেন সর্বশ্রীর সাথে। এদিন বাজারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় সর্বশ্রীর কিছু হেল্থ ও হোম কেয়ার প্রোডাক্ট।

সম্পূর্ণ অনুষ্ঠানের প্রায় পুরোটাই মঞ্চ থেকে পরিচালনা করেন কোম্পানির এম.ডি, মি. গোপাল কুন্ডু এবং কোম্পানির ট্রেনিং ডিপার্টমেন্ট অর্থাৎ Meccass Solutions এর প্রধান মি.কৌশিক দাস এবং Meccass Solutions এর অন‍্যতম ট্রেনার মি. শুভাশীষ সরকার।

https://youtu.be/snwfaSy2z3k

এদিন কোম্পানি(সর্বশ্রী) তার কিছু অ‍্যাচিভার্স হাতে মেমেন্টো, পুষ্পস্তবক সহ বিশেষ কিছু পুরষ্কার তুল দিয়ে সম্মানিত করে এবং আগামী বছর গুলির জন্য আরও উৎসাহিত করে। এছাড়াও এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোলকাতার বেশ কিছু নামিদামি মডেলরা, যাদের হাত ধরেই মূলত প্রোডাক্ট গুলি লঞ্চ হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট