মাধ্যমিক পরীক্ষার ফল আজ বুধবার সকাল ১০টায় প্রকাশিত হল। স্কুলগুলিকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া শুরু হবে ১১টায়। ফল জানা যাবে wbbse.org, wbresults.nic.in, exametc.com, indiaresults.com, school.gradeup.co, schools9.com, vidyavision.com, jagranjosh.com, results.shiksha, westbengalonline.in ওয়েবসাইটে।এসএমএসে ফল জানতে, WB10–স্পেস–রোল নম্বর লিখে ৫৬০৭০ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে জানতে হলে, রোল এবং মোবাইল নম্বর exametc.com ওয়েবসাইটে নথিভুক্ত করতে হবে। এ বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২১ মার্চ। পরীক্ষার্থী ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন।
জানা যায় মাধ্যমিক পরীক্ষায় এই বছর প্রথম স্থান অধিকার করেছে -কোচবিহারের কন্যা সঞ্জীবিনি দেবনাথ তার প্রাপ্ত নম্বর -689 সঞ্জিবিনী কুচবিহারের সুনিতি একাডেমির ছাত্রী
দ্বিতীয় স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা
তার প্রাপ্ত নম্বর -688
তৃতীয় হয়েছেন তিনজন-
তৃতীয় স্থান অধিকার করেছে জলপাইগুড়ি জেলা স্কুলের মৃন্ময় মণ্ডল -687
তৃতীয় কুচবিহারের ময়ূরাক্ষী সরকার -687
জলপাইগুড়ির নিলাজ্বা দাস -687
এদিকে চতুর্থ হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলার প্রফুল্ল বিদ্যামন্দিরের দীপ গায়েন -(৬৮৬)।
পঞ্চম হয়েছেন ৫ জন।
এদের প্রাপ্ত নম্বর ৬৮৫। এরা কোচবিহার সুনীতি অ্যাকাডেমির সুনীতি দাস, বাঁকুড়া ডোগরা হাইস্কুলের সৌমি নন্দী, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষায়াতনের সৃজা পাত্র, পশ্চিম মেদিনীপুরের অনীক জানা ও উত্তর ২৪ পরগনার প্রথমকান্তি মজুমদার