এক নজরে দেখে নিন কালিয়াগঞ্জের মাধ্যমিকের এবারের ফলাফল


বুধবার,০৬/০৬/২০১৮
680

বাংলা এক্সপ্রেস---

এবারে মাধ্যমিকে উত্তর দিনাজপুরের মধ্যে ভালো ফল করলো কালিয়াগঞ্জ সরলা সুন্দরী স্কুলের ছাত্র রনিত সরকার ।রনিত সরকারের প্রাপ্ত নম্বর 672 ।
বাংলা-96,ইংরেজী-91,গণিত-98,ভৌতবিজ্ঞান-97,জীবন বিজ্ঞান -98,ইতিহাস-92,ভূগোল -100,

অন্য দিকে মেয়ে দের মধ্যে ভালো ফল করেছে কালিয়াগঞ্জ মিলনমযি হাই স্কুলের সাহিনা ইয়াসমিন -665
বাংলা-96,ইংরেজি-90,অঙ্ক -99,ভৌতবিজ্ঞান-100,জীববিজ্ঞান -100,ইতিহাস-84,ভূগোল-96

এছাড়া মিলনমযী স্কুলে দ্বিতীয় স্থান অধিকার করেছে পেরনা পাল।তার প্রাপ্ত নম্বর -662,

অন্য দিকে মিলনমযি স্কুলের ছাত্রী ইশা আর্থিক অভাব অনটন কে দূরে সরিয়ে এবারে ভালো ফল করেছে ।ইশা প্রসাদ বিনের প্রাপ্ত নম্বর 625,

এদিকে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী -281
পাস করেছে -254 ।এদের মধ্যে ভাল ফল করেছে সায়ক রায় তার প্রাপ্ত নম্বর -649,

অন্য দিকে কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের এবারের মোট পরীক্ষার্থী 141।পাস করেছে-132,সর্বোচ্চ নম্বর কৌস্তরি ঘোষ-660,ভাস্বতী দত্ত -652,

এদিকে নন্দকুমার হাই স্কুলের এবারের মোট পরীক্ষার্থী 240।পাস করেছে-187,সর্বাধিক নম্বর পেয়েছে পাঠক জোয়ারদার ।তার প্রাপ্ত নম্বর -545, ও দ্বিতীয় হয়েছে অনিক সরকার।তার প্রাপ্ত নম্বর -525

এদিকে কালিয়াগঞ্জ বরাল গার্লস হাইস্কুলের এবারে মোট পরীক্ষার্থী -174 ।পাস করেছে 164। ভালো ফল করেছে মিরা দেবশর্মা।তার প্রাপ্ত নম্বর -612।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট