মেয়েদের সাফল্যে গর্বিত কালিয়াগঞ্জের মিলনময়ী হাই স্কুল


বুধবার,০৬/০৬/২০১৮
552

পিয়া গুপ্তা---

কন্যাশ্রীদের সাফ্যলে গর্বিত আজ কালিয়াগঞ্জের মিলনময়ী স্কুল । তাই তাদের আগামী দিনে আরো সাফল্য কামনা করে স্কুল কর্তিপক্ষ। আজ মাধ্যমিক এর ফল প্রকাশের পর এই ভাবে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন কালিয়াগঞ্জ মিলনময়ী স্কুল এর প্রধান শিক্ষিকা লাবনী চ্যাটাজী। তিনি বলেন প্রতিবছরই কালিয়াগঞ্জের মাধ্যমিক এর সেরা দের তালিকায় একটা জায়গা করে নেয় এখান কার ছাত্রীরা।এবারো পিছিয়ে নেই তারা ।প্রধান শিক্ষিকা আরো বলেন এই স্কুল এর ছাত্রী সাহিনা ইয়াসমিন এই বছর কালিয়াগঞ্জ ব্লকের মধ্যে মাধ্যমিকে ৬৬৫ নান্বার পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে।তার প্রাপ্ত নম্বার বাংলায় ৯৬, ইংরেজিতে ৯০, অঙ্কে ৯৯, ভৌতবিজ্ঞানে ১০০, জীবনবিজ্ঞানে ১০০, ইতিহাসে ৮৪ ও ভূগোলে ৯৬ নম্বর পেয়েছে ৷ সারাদিনে ৮-৯ ঘণ্টা পড়াশোনা করত ইয়াসমিন ৷ সচল ছিল ফেসবুক, হোয়াটস্ অ্যাপেও ৷

৭ জন গৃহশিক্ষক ছিল তার ৷ বাবা ফইজুল হক পেশায় শিক্ষক ৷ ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চায় অরিন্দম ৷ ওই স্কুলেরই আরেক ছাত্রী পেরনা পাল যেমন ৬৬২ পেয়েছে তেমন ই এই স্কুলেরই ইশা প্রসাদ বিন পেয়েছে ৬২৫ ৷ দারিদ্রতার মধ্যে ল্ড়াই করে আজ সেও সফল । বাবা মাছের ব্যাবসা করতেন । কিন্তু এখন তিনি অসুস্থ থাকায় কাজ আর করতে পাড়েন না । দাদূ ও দিদিমার নজরে থেকে আজ শে সাফল্যের মূখ দেখেছে ।ইশা বাংলায় ৮৬, ইংরেজিতে ৮৩, অঙ্কে ৯০, ভৌতবিজ্ঞানে ৯৩, জীবনবিজ্ঞানে ৯৬, ইতিহাসে ৮৫ ও ভূগোলে ৯২ নম্বর পেয়েছে ৷ অরিত্রর নেশা কবিতা লেখা ৷ পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না তার ৷ ভবিষ্যতে সে ডাক্তার হতে চায় ।সে ৷ এদিকে তিন কন্যাশ্রীর সাফল্যের পর স্কুলের প্রধান শিক্ষিকা যেমন তাদের মিষ্টি মুখ করান তেমন ই কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল ও ভাইস চেয়ারম্যান বসন্ত রায় স্কুলে এসে তাদের শুভেছা জানান ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট