আর কিছুদিন পর শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তার প্রস্তুতি তুঙ্গে। ফুটবল প্রেমী দের কাছে এক অসাধারন খবর,ফুটবল নিয়ে বাঙালী উন্মাদনা অনেক আগে থেকেই ছিল। তবে এই ফুটবলের সাথে জড়িয়ে রয়েছে বাঙালী আবেগ। সবমিলিয়ে নিজের পছন্দ দল কে সাপোর্ট করতে রাত জাগবে আপামর ফুটবল প্রেমী। ইতিমধ্যে তার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। রোনাল্ড মেসি থেকে শুরু করে পছন্দের তারকা ফুটবলার কে নিয়ে উন্মাদনা তুঙ্গে, কে হবে বিশ্বসেরা,কে পাবে সোনার বুট যাবতীয় জল্পনা অবসান আর কিছুদিনের মধ্য।ইতিমধ্য এই বছরের ফুটবল বিশ্বকাপের থিম সং আপলোড হয়েছে ইউ টিউবে। ফূটবল এর আসর বসছে আর প্রহর গুনছে বিশ্ববাসী। শুধু ফুটবল নিয়ে আর অনবদ্য ম্যাচগুলি দেখার অপেক্ষায় বিশ্ববাসী।
ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব
শুক্রবার,০৮/০৬/২০১৮
923
শুভ বিশ্বাস---