প্যাণ্ট না পরায রেস্তরাঁ থেকে বের করে দেওয়া হলো এই অভিনেত্রীকে


রবিবার,১০/০৬/২০১৮
1445

বাংলা এক্সপ্রেস---

সার্বিয়ার এক রেস্তোঁরা থেকে বার করে দেওয়া হল অভিনেত্রী সুরিলি গৌতমকে। শর্ট টপ পরেছিলেন, কিন্তু প্যান্ট পরতে ভুলে গেছেন । তাতে অবশ্য সুরিলি খুব একটা কষ্ট পাননি। বরং দিদি ইয়ামি গৌতমের সঙ্গে দিব্যি ঘটনার ভিডিও শ্যুট করেছেন তিনি। তবে এই ঘটনার বিস্তারিত খবর এখন আসেনি।শোনা যাচ্ছে, তিনি সার্বিয়ায় গিয়েছেন ‘উরি’র শ্যুটিংয়ের জন্য ৷ তবে সেখানে গিয়েই দিদি ইয়ামি গৌতমের সঙ্গে একটু ঘোরাঘুরিতে মন দিয়েছেন অভিনেত্রী ৷ ইয়ামি এখন ছবির শ্যুটিংয়ে সার্বিয়ায় রয়েছেন।

বোন সুরিলিও গিয়েছেন সঙ্গে। তাঁরা এক রেস্তোঁরায় যান। সেখানেই প্যান্ট না পরায় বার করে দেওয়া হয় সুরিলিকে। সুরিলি ‘কাবিল’, ‘সনম রে’-সিনেমার নায়িকা ইয়ামি গৌতমের বোন। বলিউডে পা রাখছেন সুরিলিও, ব্যাটল অফ সারাগড়ি ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে ইয়ামির বোন সুরিলার।ইয়ামি এখন ছবির শ্যুটিংয়ে সার্বিয়ায় রয়েছেন। বোন সুরিলিও গিয়েছেন সঙ্গে। তাঁরা এক রেস্তোঁরায় যান। প্যান্ট না পরায় বার করে দেওয়া হয় সুরিলিকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট