এই গ্রামে মেয়ে মায়েদের সতিন


মঙ্গলবার,১২/০৬/২০১৮
635

বাংলা এক্সপ্রেস---

ভারতের মান্ডি উপজাতিদের মধ্যে রয়েছে এই অদ্ভুত প্রথা। এই সম্প্রদায়ের মেয়েদের বিয়ে করে শ্বশুরবাড়ি ‌যেতে হয় না। নিজের বাবাকেই তারা বিয়ে করেন। শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। এটাই তাদের রীতি।ভারতের অাসাম, নাগাল্যান্ড, মেঘালয় এবং বাংলাদেশে বিভিন্ন স্থানে বসবাস করা মান্ডি উপজাতিদের প্রায় ২০ লাখ মানুষের মধ্যে রয়েছে এই অদ্ভুত প্রথা।মধুপুরের বাসিন্দা অরোলা ডালবোট জানান, তখন তিনি খুব ছোট, তার বাবা মারা ‌যাওয়ায় মা আরেকটা বিয়ে করেন, আর তার মা-র দ্বিতীয় স্বামীকেই বিয়ে করতে হয় তাকে।অরোলা জানান, তিনি তার বাবার ঔরসজাত তিন সন্তানের মা, আবার তার মায়েরও দুই সন্তান। এখানে আরও একটি প্রথা রয়েছে ‌যদি অল্প বয়সে মহিলারা বিধবা হন তাহলে তিনি তার স্বামীর পরিবারের কারোর সঙ্গেই আবার বিয়েতে আবদ্ধ হতে পারেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট