যশ রাজের ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে


রবিবার,১৭/০৬/২০১৮
1587

বাংলা এক্সপ্রেস---

প্রায় দশ বছর পর এক অন্য ভুমিকায় যশ ফিল্মস এর ছবিতে দেখা যাবে এই সুপারস্টার কে। ছবিতে অক্ষয় কে চানক্য এর ভুমিকায় দেখা যাবে অক্ষয় কে। সম্ভবত ২০১৯ সালে শুটিং শুরু হবে।অক্ষয় প্রেমী দের জন্য এ এক দারুন খবর। নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বারবার এই অভিনেতে বিভিন্ন সিনেমায়।ভিন্নধর্মী ভুমিকায় বারবার দেখা যায় তাকে। চানক্য ভুমিকায় কেমন লাগে তাকে তা দেখতে আর কিছু সময়ের অপেক্ষা করতে হবে।২ ০২০ সাল নাগাদ বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা। বলিঊড খ্যাত এই অভিনেতার ফ্যান ফলোয়িং চোখে পড়ার মত।এই সিনেমা বিনোদনের জগতে আবার নতুন উন্মাদনা নিয়ে আসবে তা বলার অপেক্ষা রাখে না

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট