ঝাড়গ্রামের বৈতাতে বাস স্টপেজ এর দাবিতে পথ অবরোধ পড়ুয়াদের


সোমবার,২৫/০৬/২০১৮
511

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রামের বৈতাতে ছাত্রছাত্রিদের পথ অবরোধ। ছাত্রছাত্রিদের দাবি দির্ঘদিন ধরে মেদিনীপুর ধেড়ুয়া ঝাড়গ্রাম রোডে সকাল ৫ থেকে ৭টা পর্যন্ত কোনো বাস না থামায় ছাত্রছাত্রিরা স্কুল টিউশন যেতে পারে না। বাস মালিক বা পুলিশ প্রশাসন কে বলেও কোনো সুরাহা না হওয়ায় ছাত্ররা এই পদক্ষেপ নিতে বাধ্য। শীঘ্র এর ফয়সালা না নিলে বৃহত্তর আন্দোলন শুরু হবে। জানা গিয়েছে প্রতিদিন সকালে প্রায় ১০০ থেকে ২০০ জন ছাত্রছাত্রি কোচিং এর জন্য ঝাড়গ্রাম যায়।

কিন্তু সকাল সময়ে অর্থাৎ ৫:৩০মি থেকে ৬:৩০মি পর্যন্ত কোনো বাস বৈতার ওপর যায় না। যার কারনে ছাত্ররা সকালে সময়ে ঝাড়গ্রামে পৌঁছতে পারে না। বাস স্টপেজ না দেওয়ায় পড়ুয়ারা আসতে পারে না ঝাড়গ্রাম। দীর্ঘদিন ধরে এই অসুবিধার জেরে সোমবার বৈতা বাজারে সকালে পথ অবরোধ করে পড়ুয়ারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট