বাসুনতী হাইওয়েতে নলমুড়ীর কাছে একজন অঞ্জাত পরিচিত মানুষের মৃতদেহ উদ্ধার
সোমবার,২৫/০৬/২০১৮
502
সফিউদ্দিন---
ভাঙড়ের বাসুনতী হাইওয়েতে নলমুড়ীর কাছে একজন অঞ্জাত পরিচিত মানুষ পড়ে থাকতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা পুলিশ কে খবর দেয় তার পর তাকে হসপিটাল এ নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এখন ও মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায় নি।