দীঘার সমুদ্র এখন উত্তাল। কয়েক দিনের মধ্য সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এছাড়া পর্যটক দের সমুদ্রে নামতে নিশেধ করা হয়েছে।এ ছাড়া সমুদ্রে মাছ ধরা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রশাসন এর তরফ থেকে বাড়তি দায়িত্ব রয়েছে, সাধারন মানুষজন যাতে কোন বিপদের সন্মুখিন হলে দ্রুত ব্যাবস্থা নেওয়ার কথা বলা হয় । সবমিলিয়ে দীঘার সমুদ্র এখন রুদ্রমূর্তি ধারন করেছে। এই সময় সাধারণত কয়েক হাজার মানুশ ভিড় জমান এখানে। এছাড়া সমুদ্র উপকুলবর্তি এলাকাজুড়ে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে।
Auto Amazon Links: No products found.