ডুলুংনদীতে জল বেড়ে যাওয়ায় ভেসে গেল অস্থায়ী রোড


বৃহস্পতিবার,২৮/০৬/২০১৮
578

বাংলা এক্সপ্রেস---

বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলা ফেকোঘাটের কাছে ডুলুংনদীতে জল বেড়ে যাওয়ায় ভেসে গেল অস্থায়ী রোড। জল বেড়ে যাওয়ায় টানা ১২ ঘণ্টার বেশি অবরুদ্ধ হয়ে পড়ল খড়গপুর-টাটানগর ৬ নম্বর বোম্বে রোড। যার জোরে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।

২০১৬ সালের শেষের দিকে ঝাড়খন্ডের চৌরঙ্গী থেকে টাটানগর পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। পুরোনো রাস্তা খুঁড়ে নতুন করে ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে। এমনকী, রাস্তার মাঝে থাকা পুরাতন ব্রিজ গুলো নতুন করে তৈরি করা হচ্ছে। যে কোন ঘাটের কাছে বুলুং নদীর উপর সেতু দুর্বল হয়ে পড়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুর দু’পাশে মাটি খোঁড়া থাকায় গাড়ি যেতে পারে না। যান চলাচলের জন্য ডুলুং নদীর উপর বোল্ডার ও মাটি দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টির জেরা জল বেড়ে যাওয়ায় অস্থায়ী রাস্তাটি ভেসে যায়। ফলে কলকাতার সঙ্গে বাড়খণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা বোম্বে রোড বন্ধ হয়ে জায়।ফলে ভারী লরিবা যাত্রীবাহী কোন বাস যাতায়াত করতে পারছে না। ফলে গোপীবল্লভপুর ২ নং ব্লক থেকে যেকোঘাট হয়ে জেলা সদর ঝাড়গ্রাম আসার পথ বন্ধ। রোগী বা জরুরী প্রয়োজনে মানুষজন প্রায় ৩০ কিলোমিটার বেশি ঘুরেপথে ঝাড়গ্রামে আসতে হচ্ছে।

https://youtu.be/NzKrYhEdYxE

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট