ইটাহারে ভারী বন্যার সতর্কতা


শুক্রবার,২৯/০৬/২০১৮
1109

বাংলা এক্সপ্রেস---

মাইকিং করে সতর্কবার্তা ইটাহারে। ভারি বৃষ্টির পূর্বাভাষ ও বন্যার আশঙ্কা । এবারে  উত্তর দিনাজপুর জেলার ইটাহারে আবারো ভারি বৃষ্টি ও বন্যার হওয়ার আশঙ্কা তাই আগাম  সতর্কতা জারি করল ইটাহার ব্লক প্রশাসন ও ইটাহার পুলিশ। আর প্রশাসনের এই আগাম সতর্কতায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলার গোটা ব্লকজুড়ে। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছে। জরুরী ভিত্তিতে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগাম বৈঠক করছে ব্লক প্রশাসন। সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট সব দপ্তরকে। নিজে এলাকার নদীবাঁধগুলো পরিদর্শন করছেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ মীনা।গতবছর ভয়াবহ বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ও রায়গঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকা। এবার বর্ষার শুরুতেই আবহাওয়া দপ্তর থেকে ভারি বৃষ্টির পূর্বাভাষ ঘোষনা করার পরেই  গতবছরের ভয়াবহ বন্যার অভিজ্ঞতার কথা মাথায় রেখে  কার্যত দুশ্চিন্তাগ্রস্ত উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বন্যার চিন্তাভাবনা করেই আগাম সতর্কতা হিসেবে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে ইটাহার ব্লক প্রশাসন ও পুলিশ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

গতবছর প্রশাসনের তরফে আগাম সতর্কতা না জারি করার ফলে বিপর্যয় মোকাবিলায় কোনও প্রস্তুতি নিতে পারেনি সাধারন মানুষ। বাঁচাতে পারেননি জমির ফসল থেকে ঘরবাড়ির আসবাবপত্র থেকে গবাদি পশুও।  শুধুমাত্র ইটাহার ব্লকেই বন্যার কবলে মৃত্যু হয়েছে আটজনের। বিপর্যস্ত বিপর্যয় মোকাবিলা দপ্তর, অপর্যাপ্ত ত্রান নিয়ে দুর্গত মানুষের ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ, সরকারী গুদাম লুঠের ঘটনাও ঘটেছিল। সম্প্রতি আবহাওয়া দপ্তরসূত্রে জানানো হয়েছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা থাকায় গোটা ইটাহার ব্লকজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহন করেছে। ইটাহার ব্লকের সুরুন ১, সুরুন ২, গুলন্দর ১, গুলন্দর ২, কাপাশিয়া, জয়হাট ও মারনাই অঞ্চলের বিভিন্ন এলাকায় মাইক দিয়ে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, যে কোনও সময় এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। বাসিন্দাদের এজন্য সতর্ক থাকতে বলা হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট