পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার চাইপাট গ্রামের বাসিন্দা ১৭ বছর বয়সী যুবক ভাস্কর রানা আমেদাবাদে সোনার কাজ করতে গিয়েছিল বছর খানেক আগে গত বৃহস্পতিবার আমেদাবাদে তার বাড়িতে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় আমেদাবাদে পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্ত করে, আজ পরিবারের হাতে মৃত দেহটি নিয়ে আসে, তখন ভাস্কর রানার বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে মৃত দেহ টিকে রাস্তাতে রেখে অবরোধ করে। পুলিশ ঘটনা স্থলে গেলে ভাস্কর রানার বাড়ির লোকজনের সাথে পুলিশের বচসা হয়, পুলিশের গাড়ি ভাংচুর করা হয়,ভাস্করের পরিবারের অভিযোগ ,ভাস্করকে খুন করা হয়েছে,এই ঘটনায় পুলিশ ১৬ জন কে আটক করেছে ,জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
ভাস্করের পরিবারের অভিযোগ ,ভাস্করকে খুন করা হয়েছে
শনিবার,৩০/০৬/২০১৮
573
বাংলা এক্সপ্রেস---