ব্রাজিল ঝড়ে ধরাশায়ী মেক্সিকো সাম্বা ঝড় আছড়ে পড়ল রাশিয়ার বুকে


মঙ্গলবার,০৩/০৭/২০১৮
1956

বাংলা এক্সপ্রেস---

মেক্সিকো বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে জয়লাভ করল ব্রাজিল। নেইমার জাদুতে মাতল বিশ্ব।মনে করা হয় ফুটবল গতির খেলা।এছাড়া এই দিন ব্রাজিল ডিফেন্স ছিলো বেশ শক্তিশালী। মেক্সিকো কে সেইভাবে আক্রমণ করতে দেখা যায়নি।নেইমারের পায়ে প্রথম গোল আসে,তারপর শুরু হয় সাম্বাঝড়।একের পর এক তারকা ফুটবলার তাদের সেরা খেলাটা উপহার দিল। ব্রাজিল এখনো ফুটবল উপর রাজত্ব চালাবে তা বোঝাই যাচ্ছে। প্রতিম্যাচের মত নেইমারের দুরন্ত গোল প্রথম থেকেই এগিয়ে রাখে ব্রাজিল কে। এই জয় তাদের কে আরো অক্সিজেন দেবে সেটাই স্বাভাবিক। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল বাঁধভাঙা উচ্ছাসে ব্রাজিল সমর্থক দের মধ্যে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট