গত বেশ কয়েক মাস ধরে শালবনির প্রাণী সম্পদ ও বিকাশ বিভাগে ৫০ জন অস্থায়ী মহিলা কর্মী কাজ করছিলেন,অভিযোগ তারা প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করতেন,কিন্তু ৩ মাস ধরে তাদের বেতন দেয়নি প্রাণী সম্পদ ও বিকাশ বিভাগে ডিরেক্টর নিখিল সিট,যদিও এই ব্যাপারে নিখিল বাবুর কোনো সারা পাওয়া যায় নি,এছাড়াও তাদের স্হায়ী, জীবন বীমা ও পূজোর বোনাস সহ একাদিক দাবি দাবা নিয়ে চলে এই বিক্ষোভ,মহিলা কর্মীদের বক্তব্য এভাবে চলতে থাকলে তারা সংসার চালাবেন কি করে,ছেলে-মেয়েদের পড়াশোনা কি ভাবে চলবেন,তাদের দাবি এই মানা না হলে আগে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন
শালবনির প্রাণী সম্পদ ও বিকাশ বিভাগের সামনে অস্থায়ী কর্মীর বিক্ষোভ
মঙ্গলবার,০৩/০৭/২০১৮
472
বাংলা এক্সপ্রেস---