লোনের টাকা জোগাড় করতে না পারায় আত্মহত্যা


বুধবার,০৪/০৭/২০১৮
478

বাংলা এক্সপ্রেস---

ব্যাঙ্ক ঋনের কিস্তির টাকা জোগাড় না করতে পারায় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ। আজ কিস্তির টাকা দেওয়ার শেষদিনেও টাকার জোগাড় করতে না পেরে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল স্বামী নকুল বসাক ( ২৬) ।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পূর্ব শঙ্করপুরে। কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবারসূত্রে জানা গিয়েছে,  কালিয়াগঞ্জ থানার পূর্ব শঙ্করপুর গ্রামের বাসিন্দা পেশায় কৃষিজীবী  নকুল বসাক  ও তার স্ত্রী  তপতী বসাক ব্যাবসায়িক কাজের জন্য স্থানীয় বন্ধন ব্যাঙ্ক থেকে মাসিক ১৫০০ টাকা কিস্তি প্রদেয় হিসেবে  ৫০ হাজার টাকা ঋন নেন।

পাঁচমাস কিস্তির টাকাও দেন তারা। চলতি মাসের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বেঁধে যায়। নকুলবাবুর স্ত্রী তপতী দেবী তার দুই সন্তান নিয়ে রাগ করে বাপের বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার কুনিয়াপাড়ায় চলে যান। এদিকে আজই ছিল ষষ্ঠ কিস্তি দেওয়ার দিন। কিন্তু কিস্তির টাকা জোগাড় করতে না পারায় গতকাল রাতেই নিজের বাড়ির শোবার ঘরে গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ঋণগ্রস্ত নকুল বসাক। ঘটনায় কালিয়াগঞ্জের পূর্ব শঙ্করপুর গ্রামে শোকের ছায়া .

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট