বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ 


সোমবার,০৯/০৭/২০১৮
542

বাংলা এক্সপ্রেস---

ভোটের পর পরই এলাকায়  বহিরাগত বেশকিছু দুষ্কৃতিদের  বিভিন্নভাবে অসামাজিক কাজকর্ম শুরু হতে থাকে।এলাকায় দুস্কৃতীদের দৌরাত্ম্যের প্রতিবাদ করায় রবিবার গভীর রাতে সুভাষ মহন্তের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ দুস্কৃতীদের বিরুদ্ধে। বোমার আওয়াজে অসুস্থ হয়ে পড়েছেন প্রতিবাদি সুভাষ মহন্তের মা শিউলি মহন্ত। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ওভারল্যান্ড কলোনীর সুভাষ মহন্তের বাড়িতে।এই ঘটনার জেরে এলাকার চাঞ্চল্য ছড়ায়।

সুভাষবাবুর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই  এলাকার এবং বহিরাগত বেশকিছু দুষ্কৃতকারী এলাকায় বিভিন্নভাবে অসামাজিক কাজকর্ম করা শুরু করে। তাদের অত্যাচারে এলাকার শান্তিপ্রিয় মানুষ অতিষ্ট হয়ে পড়েছিলেন। এলাকার কয়েকজন মানুষ তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন।   দুস্কৃতকারীদের অসামাজিক কাজের প্রতিবাদ করেন এলাকার বাসিন্দা  সুভাষ মহন্ত।  এরফলে দুস্কৃতীরা তাদের কাজে বাঁধা পেয়ে হুমকি দিতে শুরু করে সুভাষ কে।রবিবার বিকেলে সুভাষ তার বাবাকে সঙ্গে নিয়ে ক্যাটারিং এর কাজে চলে যান। গভীররাতে দুস্কৃতকারীরা সুভাষবাবুর বাড়িতে বোমা মেরে পালিয়ে যায়।সুভাষবাবুর অভিযোগ, দুস্কৃতকারীদের এলাকায় যথেচ্ছভাবে মদ্যপান, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরাসহ একাধিক অসামাজিক কার্যকলাপের কথা  পুলিশকে বার বার জানানো হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।অভিযোগ, রায়গঞ্জ থানার পুলিশ একবারের জন্যও এলাকায় আসেনি। আজকের ঘটনার পর পুলিশ নড়েচড়ে বসেছে। গতকাল রাতে এলাকায় দুস্কৃতীদের বোমাবাজি ও তান্ডবের পর আজ সকালে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসেছে।  চলছে দুস্কৃতকারীদের বিরুদ্ধে তল্লাশী অভিযান। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট