সম্প্রতি বারাসাত রবীন্দ্র ভবন এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। রাজ্য ভারতীয় জাগরণ মঞ্চ থেকে দাবি জানানো হয়, “আমরা আগামী দিনে সব জেলাতেই আলোচনা করা হবে ”
সভাপতি অধ্যাপক নরুন হক( বি জে এম )তিনি বলেন, “সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম, আদিবাসী হিন্দু তার সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।তাদের অধিকার পাইয়ে দিতে হবে”
সুকৃতি রঞ্জন বিশ্বাস ,অধ্যাপক ডঃ মুহাম্মদ আফসার আলী বাবর হোসেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবগরা ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর ২৪ পরগণা ভারতীয় জাগরণ মঞ্চ শাখা।
Auto Amazon Links: No products found.