প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দিল্লী থেকে SPG-র টীম


শনিবার,১৪/০৭/২০১৮
587

নিজস্ব সংবাদদাতা---

১৬ জুলাই কৃষক কল্যাণ সমাবেশে মেদিনীপুর কলেজ মাঠে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী । বৃহস্পতিবার খুঁটি পুজোর মাধ্যমে মঞ্চ তৈরীর কাজ শুরু হয়। প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা সহ মাঠ ও মঞ্চের বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য দিল্লী থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়ীত্বে থাকা SPG র একটি টীম আজ আসেন।

তারা মাঠ পরিদর্শন করার পাশাপাশি নিজেদের একটি আলোচনাও সারেন। সেই আলোচনাতে উপস্থিত ছিলেন বায়ুসেনার পুলিশ, দমকলের আধিকারিক ও জেলা পুলিশের কর্তারা। মোদীর এই সফরে যাতে নিরাপত্তার কোনো ফাঁক না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে।শহরের প্রত্যেকটি রাস্তায় থাকবে পুলিশ পিকেট। গোটা শহর জুড়ে চলছে পুলিশকুকুর দিয়ে তল্লাশি অভিযান। শহরের চারটিপ্রাণ কেন্দ্রে থাকবে বম্ব স্কোয়াড। এছাড়াওএকাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পুলিশের ওয়াচ টাওয়ার। সভা স্থলে দুশো মিটারেরআগে বসানো হবে সিসি টিভি। কন্ট্রোল রুম থেকে যাতে সভাস্থলে প্রবেশ করার আগে সবার গতিবিধি লক্ষ্য রাখা যায়। এছাড়াও ড্রোনে মাধ্যমে নজরদারি করা হবে সভাস্থলের।

https://youtu.be/9bfbkO6OH4c

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট