প্রতিবাদী খুন ভাঙ্গড়ে। শেখ শাহাজান নামের যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। যদিও ভাঙড় থানার অনুমান ইলেকট্রিক সখ খেয়ে মৃত্যু শাহজাহান শেখের । ঘটনাটি গত রাতে ভাঙড়ের ঝিঝির আইট নামক গ্রামের। গতরাতে সোনারপুর থানার সুভাষ গ্রামের ৩২ বছরের পদ্মা নামের এক মহিলা কে শ্লীলতাহানির হাত থেকে বাঁচানোর জন্যই শাহাজান শেখ কে খুন হতে হয়েছে বলে দাবি পরিবারের। সুভাষ গ্রাম নিবাসী পদ্মা কিভাবে ভাঙড়ের ঝিঝির আইট গ্রামে আসলো? তা নিয়ে কিন্তু মুখ খুলছে না কেউই। পুলিশ তদন্তে নেমেছে। এখন দেখার এই খুনের কিনারা কিভাবে হয়।
Auto Amazon Links: No products found.