লকার থেকে ১২ লাখ টাকা উধাও


বুধবার,১৮/০৭/২০১৮
476

বাংলা এক্সপ্রেস---

দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলা  রায়গঞ্জ শহরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর উলটো পাশের একটি ঠিকাদারের অফিসে লকার খুলে চুরি। মঙ্গলবার রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটে ওই অফিসে। ওই ঠিকাদার অফিস কর্তৃপক্ষের দাবী চুরি গিয়েছে প্রায় ১২ লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ।

রায়গঞ্জ শহরের সরকারি বাসস্ট্যান্ড এলাকায় দত্ত এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি অফিসে আজ এক কর্মী অফিস খুলতে এসে দরজার কাঁচ ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে।  এরপর দেখা যায় লকার খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে লেবার পেমেন্ট দেওয়ার জন্য  টাকা উধাও। ঠিকাদারী সংস্থার কর্নধার দুলাল দত্ত জানিয়েছেন, গতকালই ব্যাঙ্ক থেকে টাকাগুলো তুলে অফিসেই রেখে দেওয়া হয়েছে। আজ সকালেই বিভিন্ন কাজের জন্য লেবার পেমেন্ট দেওয়ার কথা। কিন্তু অফিসে এসে দেখেন দরজা ভাঙা, ড্রয়ারের লকার খোলা রয়েছে। ১২ লক্ষ টাকা ড্রয়ারের লকার থেকে  উধাও। পরিচিত কেউই এই চুরির ঘটনায় যুক্ত বলে ধারনা দত্ত এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার আইসি। এদিকে এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই বলেই জানা গেছে। ফলে চুরির ঘটনার সাথে কে বা কারা যুক্ত এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে চুরির ধরণ দেখে পরিচিত কেউই এই কাজের সাথে যুক্ত বলে অনুমান কর্তৃপক্ষের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট