হোটেল থেকে উদ্ধার অঞ্জাত পরিচয় ব্যাক্তির দেহ


শুক্রবার,২০/০৭/২০১৮
463

পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুর শহরের এক হোটেল থেকে অঞ্জাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার। শুক্রবার সকালে মেদিনীপুর এলাইসির চকে মেদিনীপুর হোটেল ও লজ নামে এক হোটেল থেকে উদ্ধার হয় বছর ৪০ এর হিন্দি ভাষী এক ব্যাক্তির দেহ। সুত্রের খবর বৃহষ্পতিবার রাত ৮.৩০ নাগাদ একাই আসে ওই ব্যাক্তি । রাত ৩ টা নাগাদ হোটেলের রুম ছাড়ার কথা থাকলেও সকাল ১০.৩০ পর্যন্ত ঘর থেকে বেরোয়নি এই ব্যাক্তি । এরপর হোটেলের এক কর্মচারি গিয়ে ডাকাডাকি করা সত্ত্বেও দরজা না খোলায় কোতোয়ালি থানায় খবর দেয় হোটেল কত্তৃপক্ষ। অবশেষে পুলিশ এসে দেহ উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য দেহ পাঠায় মেদিনীপুর ম্যাডিক্যালের মর্গে। ঘটনার তদন্তে নেমে পুলিশ আটক করেছে হোটেলের মালিক বুদ্ধদেব চ্যাটার্জি ও হোটেলের ম্যানেজার সুবির ভট্টাচার্যকে। তদন্তের সার্থে পুলিশ নিয়ে গিয়েছে হোটেলের এন্ট্রী রেজিস্টার । প্রাথমিকভাবে সন্দেহে পুলিশের দাবি আত্মঘাতি হয়েছে এই ব্যাক্তি । তবে এর পিছনে ঠিক কি কারন রয়েছে তা জানার চেস্টা করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট