বৌমাকে বাঁচাতে  প্রাণ গেল শ্বশুরের ! রায়গঞ্জ


শুক্রবার,২০/০৭/২০১৮
493

বাংলা এক্সপ্রেস ---

বৌমাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের, আহত আরও তিনজন মহিলা। মৃত ব্যাক্তির নাম মোতিয়া রায়  (৭০)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রামপঞ্চায়েত দুর্লভপুর গ্রামে। আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎ দপ্তর ঘটনাস্থলে দেরীতে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে  ক্ষোভ দেখা দেয়।স্থানীয়সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদের দুর্লভপুর গ্রামের বাসিন্দা গৃহবধূ শেফালি রায় বৃহষ্পতিবার রাতে  ভীষণ গরমে বাড়ির পাশে  টিউবওয়েলে স্নান করতে গেলে সেখানে কলের  পাশে  পরে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার পায়ে লেগে বিদ্যুৎপৃষ্ট হন। ওই গৃহবধূর চিৎকার শুনে ছুটে আসেন তার শ্বশুর মোতিয়া রায় ও শ্বাশুড়ি লিলিয়া রায় ভাস্তা বউ বিনা রায় ।

বিদ্যুৎপৃষ্ট হয়ে পরেন চারজনেই। খবর দেওয়া হয় স্থানীয় বিদ্যুৎ দপ্তরকে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর স্থানীয় বাসিন্দারা আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মোতিয়া রায় কে মৃত বলে ঘোষনা করে। ভর্তি করা হয় গুরুতর আহত গৃহবধূ শেফালি রায় ও শ্বাশুড়ি লিলিয়া রায় ও ভাস্তা বউ বিনা রায়। এই ঘটনায় দুর্লভপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ দপ্তরের অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট