আজ শহীদ দিবস।শহীদ দিবসের বিশাল সমাবেশ দেখার জন্য প্রস্তুত রাজ্যবাসী।সকাল থেকেই বৃষ্টি নেমেছে, তবে বৃস্টি উপেক্ষা করে মানুশের ঢল নেমেছে রাজপথে।গতকাল রাত থেকেই ধমর্তলা চত্তরে মানুষ এর জমায়েত শুরু হয়েছে।এই শহীদ দিবস এর মঞ্চে বক্তব্য রাখবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।সকাল থেকেই আকাশে কালো মেঘ তবে এই মেঘ ও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ আজ যাত্রা শুরু করেছে সভাস্থলের উদ্দেশ্য। আজ ঐতিহাসিক শহীদ দিবস সাফল্য মণ্ডিত করতে বহুদুর থেকে আসছেন অনেক সাধারন মানুষ।
“আজ ২১ শে জুলাই ২৫ তম শহীদ দিবস”
শনিবার,২১/০৭/২০১৮
699
বাংলা এক্সপ্রেস ---