শুরু হলো বিতর্কিত বেহাল রাস্তা সারায়ের কাজ


শনিবার,২১/০৭/২০১৮
504

সত্যজিৎ মন্ডল---

“আমরা শক্তি,আমরা বল,আমরা ছাত্র দল” কবির কথায় ছাত্র দলের বল বা শক্তির প্রকাশ দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট দেখেছে কদিন আগে। দীর্ঘদিন রাস্তার বেহাল অবস্থার খবর প্রকাশ পেলেও প্রশাসনের কোন টনক পরছিলোনা। শেষে রাস্তায় নামে পোলেরহাট হাইস্কুলের হাজার খানেক ছাত্র ছাত্রী। প্রবল বৃষ্টি কে উপেক্ষা করে ছাত্র আন্দোলনের ভিডিও স্যোসাল মিডিয়ার ভাইরাল হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে প্রশাসন। জয়েন্ট বিডিও সাহেব রাস্তা সারায়ের প্রতিশ্রুতি দেন। লঘু হয় আন্দোলন। কিছু দিনের জন্য সাধারণ মানুষের ক্ষোভ স্তিমিত হলেও ভিতরে ভিতরে প্রস্তুতি চলছিলো বড় আন্দোলনের। ২১ জুলাই যখন আপামোর রাজ্য বাসি ব্যস্ত ধর্মতলার সভা নিয়ে ঠিক সেই সময়েই সরকারের পক্ষ থেকে শুরু হলো বিতর্কিত বেহাল রাস্তা সারায়ের কাজ। যা দেখে অনেকেই খুশি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট