ভোর থেকেই থেকেই কৃষ্ণগঞ্জ ব্লকের অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক পড়লো বিপাকে। শহীদ দিবসে যাবার পথে বিপত্তি ঘটলো নদিয়ার গেদে স্টেশনে। ফলে দুর্ভোগে পড়লো সকলেই। শহীদ দিবসে যোগ দিতে যাওয়া অসংখ্য সমর্থক ভীড় জমিয়েছিল গেদে স্টেশনে। খবর যায় রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে। রেলের কর্মীরা এসে কাজে হাত লাগায়। এরপর বার্নপুর স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেন ছাড়ার খবর হলে সেখানে রওনা হয় গেদে স্টেশনে অপেক্ষারত তৃণমূল কর্মী সমর্থকরা। ট্রেন চলাচল স্বাভাবিক হয়সকাল ৯ নাগাদ ।
গেদে স্টেশনে ওভার হেডের এঙ্গেল ভেঙে বিপত্তি
শনিবার,২১/০৭/২০১৮
416
বাংলা এক্সপ্রেস---