“দিদিমনি কে শীঘ্র নবান্ন থেকে কালীঘাট যেতে হবে”-দিলীপ ঘোষ


শনিবার,২১/০৭/২০১৮
784

বাংলা এক্সপ্রেস---

মুর্শিদাবাদ জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর তৃণমূল কংগ্রেসের গুন্ডা ও পুলিসি অত্যাচারের প্রতিবাদে রেজিনগর স্টেশন সংলগ্ন রেলের মাঠে প্রতিবাদ সভা আয়োজন হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপত দিলিপ ঘোষ, রাজ্য বিজেপির সংখ্যা লঘু সেলের মহিলা সহ- সভানেত্রী মহফূজা খাতুন, রাজ্য সংখ্যা লঘু মোর্চার শোভাপোটী আলী হোসেন, উত্তর নদীয়ার সভাপতি মহাদেব কর্মকার, রাজ্য বিজেপি নেতা জয় ব্যানার্জি, জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ, কংগ্রেস থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর সহ অন্যান্য স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,যাদের উদ্দেশ্যে শহিদ দিবসের সভা করছেন সেই শহিদ পরিবারের সদস্যদের সভা মঞ্চে দেখা যায় না।  তিনি আরও বলেন, আগামী পাঁচ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে এই রাজ্যে নিয়ে এসে পাঁচ বার সভা করব। সেই সভায় শনিবার কলকাতার ধর্মতলায় ২১ জুলাই শহিদ দিবসের সভার থেকে পাঁচ গুণ লোক বেশী জমায়েত হবে।

“তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। সন্ত্রাস থেকে মুক্তি চেয়ে এই রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। স্কুল-কলেজ, হাসপাতাল সর্বত্র অব্যবস্থা। তৃণমূল নেত্রী জানেন মানুষ তাদের চাইছেন না। তাই তারা মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দিতে দিচ্ছেন না। মানুষকে ভুল বোঝাতে প্রতিবছর ধর্মতলায় শহিদ দিবসে সভার নামে সার্কাসের আয়োজন করছেন।”  শনিবার রেজিনগরে স্টেশন সংলগ্ন রেলের মাঠে বিজেপির প্রতিবাদ সভায় এইভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে এভাবেই একহাত নিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

https://youtu.be/j7fIqjYjxN0

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট