তৃনমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সাতজন


রবিবার,২২/০৭/২০১৮
580

বাংলা এক্সপ্রেস---

পঞ্চায়েত ভোটের পর থেকে গন্ডগোল অব্যাহত চোপড়া থানার লক্ষ্মীপুরের যত্রাগছ গ্রামে। তৃনমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে ছড়রা গুলিতে গুলিবিদ্ধ এক শিশু ও দুই মহিলাসহ সাতজন। তাদেরকে দলুয়া স্বাস্থ্য কেন্দ্র ও ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, আজ সাড়ে ১১টা নাগাদ চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা আমিরুল নামে এক তৃনমূল কর্মী লক্ষ্মীপুর বাজারে আসে। সেই সময় স্থানীয় কংগ্রেস কর্মীরা তার উপর চড়াও হয়ে তাকে মারধোর করে। সেখান থেকে কোনভাবে সে বাড়িতে পালিয়ে যায়। তারপর আমিরুল চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেল তার বাড়িতে কংগ্রেস কর্মীরা হামলা চালালে দুই পক্ষ এলোপাথাড়ি গুলি চালায়। গুলিতে এক শিশু ও দুই মহিলা সহ সাতজনের গুলি লাগে। তড়িঘড়ি তাদেরকে স্থানীয় দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। শিশুটি ও এক মহিলার অবস্থা অবনতি হলে তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বাকিদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনায় আমিরুলের পরিবারের পক্ষ থেকে চোপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে চোপড়া থানার পুলিশ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট