কলকাতার পর হিন্দমোটর। প্রকাশ্যে হস্তমৈথুন করার অভিযোগে উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। ঘটনাটি হিন্দমোটর স্টেশন রোড এলাকার।
গতকাল সন্ধ্যায় দুই যুবতি হিন্দমোটর স্টেশন রোড দিয়ে বাড়ি ফিরছিল। বৃহস্পতিবার, তাই দোকানপাট বন্ধই ছিল। রাস্তাঘাটও ছিল ফাঁকা। অভিযোগ, এক ব্যক্তি হস্তমৈথুন করতে করতে তাঁদের দিকে এগিয়ে আসে। ভয়ে চিৎকার করে ওঠেন দুই যুবতি। চিৎকার শুনে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই ব্যক্তিকে ধরে চলে বেধড়ক মারধর। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উত্তরপাড়া থানার পুলিশ জানায়, ওই যুবতিরা ঘটনার কথা লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু, কোনও অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের হলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি দুই যুবতি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। না হলে এধরনের ঘটনা ঘটতেই থাকবে।
Auto Amazon Links: No products found.