মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম উৎপল পান। বাড়ি তারকেশ্বর থানার অন্তর্গত দত্তপুর গ্রামে। দুই সন্তানের পিতা উৎপল বাবু বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ।আজ সকালে বাড়িতেই গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন পরিবারের লোক। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে তারকেশ্বর থানার পুলিশ।