“দিদি এখন মাসি হয়ে গেছে তাই মায়ের চেয়ে মাসির দরদ বেশি”-কৈলাস বিজয় বর্গীয়


সোমবার,৩০/০৭/২০১৮
869

বাংলা এক্সপ্রেস---

“দিদি এখন মাসি হয়ে গেছে, তাই মায়ের চেয়ে মাসির দরদ বেশি।” আসামের অনুপ্রবেশ নিয়ে এ ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্ৰীয় নেতা তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয়। সোমবার নদিয়ার বেথুয়াডহরি রেগুলেট মার্কেট ময়দানে এক জনসভায় আসামের এন আর সি ইস্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কে একহাত নিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি আসাম ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপ করাকে এ ভাবেই কাটাক্ষ করলেন এবংতিনি বলেন আমরা ছোটবেলায় ছুটিতে মাসিবাড়ি যেতাম এখন বড় হয়ে গেছি তাই আর যাইনা।আসামের প্রতি দিদির দরদ উতলে উঠেছে বলেই মন্তব্য বিজেপির কেন্দ্রীয় নেতার।

পশ্চিমবঙ্গেও তো অনেক বাংলাদেশী অনুপ্রবেশকারী আছে সে বেলায় তো দিদি নিশ্চুপ কেন?  বাংলাদেশি অনুপ্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহবান জানান এদিনের সভামঞ্চ থেকেই। এদিন কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, অভিনেতা জয় বন্দোপাধ্যায় নদিয়া দক্ষিণের বিজেপির জেলা সভাপতি মহাদেব সরকার প্রমুখ।এদিন মুখ্যমন্ত্রীর ৪২ আসনের দাবিকে কটাক্ষ করে মুকুল রায় বলেন,লোকসভায় ৪২ কেন ১৫ টি আসন ধরে রাখতে পারবে না তৃণমূল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মুকুল বাবু বলেন, উনি ভাবছেন ভারত বর্ষের প্রধানমন্ত্রী হবে ইন্দ্র কুমার গুজড়াল ৭ টি আসন পেয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন ,দেবেগৌরা প্রধানমন্ত্রী হয়েছিলেন ,তাই তিনিও প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন।মুখ্যমন্ত্রীকে বলেন, যে কিনা রাজ্য সামলাতে পারেনা সে সামলাবে দিল্লি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট