এই মুহুর্তে সব থেকে বড় খবর বড়সড় দুর্ঘটনা ঘটল পোলেরহাট এলাকায়। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
পোলেরহাট মেনরোডে নওয়াবাদ মোড় এর কাছে ঢিল ছোড়া দুরত্বে একটি গাড়ি উলটে পড়ে যায়। তখন রাস্তায় ছিল বহু সাধারণ মানুষ। বড়সড় দুর্ঘটনা হাত থেকে রেহাই পেলো সাধারণ মানুষ। কিছুক্ষণ এর মধ্য সাধারন মানুষ গিয়ে উদ্ধার করে গাড়ির আরোহি কে।এছাড়া যে কোন মুহুর্তে বড় আকার ধারন করতে পারত এই ঘটনা।কাশিপুর থানার পুলিশ কে জানাই সাধারন মানুষ। পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করছে।স্কোরপিও গাড়িটি ঠিক সময়ে ব্রেক ধরতে না পেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।গাড়িটি সরাসরি একটি পাঁচিল এ গিয়ে ধাক্কামারে।তবে হতাহতের কোন খবর নেই।
এই মুহুর্তে সব থেকে বড় খবর বড়সড় দুর্ঘটনা ঘটল পোলেরহাট এলাকায়
মঙ্গলবার,৩১/০৭/২০১৮
1102
বাংলা এক্সপ্রেস ---