প্রেম


মঙ্গলবার,৩১/০৭/২০১৮
1026

সংহিতা মিস্ত্রী ---

প্রেম
বহন করছি আজও
তোর সেই বিষাক্ত হাতের ছোয়া …
মাঝে মাঝে পথ হারাই এখনো …
তোর সেই চোখের চাওয়ায়।

নেশাগ্রস্থ ,অপবিত্রতা এসবি চিহ্ন
এটাই তো চেয়েছিলি..তুই আজ ধন্য .
সিগারেটের ধোঁয়ায় মত্ত হয় ছেলেগুলো
কে দেখাবে তাদের নতুন পথের আলো ।।

ভালোবাসা তুই কি আসবি একবারো
তাদের জীবনে ?
পাশে কি দারাবি একবারও ?
অকারণে ?

স্বার্থপর সবাই ,তবে কেনোই তুই হবি না .
সত্য এটাই প্রেম মানে যন্ত্রনা …।।।

সংহিতা মিস্ত্রী

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট