মন্দিরের মধ্যেই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। অভিযুক্তের নাম নিশিকান্ত মিশ্র। তাকে গ্রেপ্তার করেছে চন্দননগর পুলিশ। আজ আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।
গতকাল দুপুরের দিকে ঘটনাটি ঘটে গোন্দলপাড়া শিবমন্দিরে। জানা গেছে, ওই নাবালিকা পাইকপাড়ার বাসিন্দা। গতকাল সে মামাবাড়ি আসে। মামাবাড়ি গোন্দলপাড়ায়। দুপুরের দিকে সে শিবমন্দিরে যায়। সেসময় সেখানে পুজো করছিল নিশিকান্ত। তার বাড়ি তেলিনিপাড়ার মনসাতলায়। দুপুরের দিকে নিশিকান্ত এবং ওই নাবালিকা ছাড়া মন্দিরে কেউ ছিল না। সেই সুযোগে ওই নাবালিকার যৌন নির্যাতন করে নিশিকান্ত। তার যৌনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ।
ধৃত নিশিকান্ত। বাড়ি গিয়ে আত্মীয়দের সব কথা খুলে বলে ওই নাবালিকা। রাতেই অভিযোগ দায়ের হয় চন্দননগর থানায়। POCSO আইনে মামলা রুজু হয়। আজ সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলা হয় নিশিকান্তকে।
Auto Amazon Links: No products found.