সিঙ্গুর থানার অন্তরগতো বড়া বিট হাউস সঙ্গলগ্নো তেলিয়া পুকুড়ে গতকাল বিকালে স্নান করতে নামে এক কিশোর। তারপর আর ফেরে নি। কিছুক্ষণ ধরে খোঁজা খুঁজি করেরও কোথাও পাওয়া যায়নি। পরে বড়া বিট হাউসে খবর দেওয়া হলে পুলিশি তৎপরতায় শুরু হয় খোঁজ। আজ সকালে খবর দেওয়া হয় ডিজাষ্টার ম্যেনেজম্যন্ট এর একটি টিম কে। পরে ওই পুকুরে ডুবুরী নামিয়ে খোঁজ শুরু করে,কিছুক্ষণ তল্লাশি চালিয়ে উদ্ধার করে যুবকে মৃতদেহ। ময়না তদন্তের জন্য পুলিশ নিয়ে যায়। যেটা জানা যায় ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদে এখানে সে রাজ মিস্ত্রির কাজ করতো।
সিঙ্গুর থানার তেলিয়া পুকুড়ে উদ্ধার এক কিশোর মৃতদেহ
বৃহস্পতিবার,০২/০৮/২০১৮
503
সুমন করাতি---