পরিবেশ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। হাওড়া গ্ৰামীণ এলাকার আমতা,বাগনান, উলুবেড়িয়া, জগৎ বল্লভপু্র সর্বত্র বাজারে দেদার বিকোচ্ছে ছোট ইলিশ মাছ।এমনই একটি চিত্র ধরা পড়লো বাগনান ষ্টেশনের সামনে।কোনো টার ওজন ২০০ গ্ৰাম, কোনো টা ৩০০ গ্ৰাম বা তার থেকে একটু বেশি।দাম ঘোরা ফেরা করছে ৩০০-৫০০ টাকা প্রতি কেজি। বেশ কয়েক বছর আগে ছোট ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে প্রচার করে ছিল রাজ্য সরকার। কিন্তু সমস্ত প্রচার প্রচার হয়েই রয়ে গেছে।তার প্রমাণ বাজারে গেলেই পাওয়া যায়। বাজারে বড় ইলিশ এখনো সেভাবে চোখে পড়ে না।
সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, বাজারে দেদার বিকোচ্ছে ছোট ইলিশ মাছ
বৃহস্পতিবার,০২/০৮/২০১৮
687
আক্তারুল খাঁন---