হুগলী সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুবীর নাগের বিরুদ্ধে মারধোরের অভিযোগ জানালেন মহিলা সদস্য বৈশাখী মন্ডল


বৃহস্পতিবার,০২/০৮/২০১৮
752

সুমন করাতি---

আজ বিকালে চুঁচুড়ায় বিজেপি জেলা কার্যালয়ে মিটিং এ ডাকা হয় বৈশাখী মন্ডলকে। হুগলী সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুবীর নাগের বিরুদ্ধে মারধোরের অভিযোগ জানালেন রাজ্য যুব মোর্চার মহিলা সদস্য বৈশাখী মন্ডল। সেখানেই তার সঙ্গে অভব্য আচরন করেন সভাপতি। মারধোর করে অফিস থেকে বের করে দেন,এমনই অভিযোগ। বেশ কিছুদিন ধরেই মনমানি করছেন সভাপতি। অপছন্দের লোককে সরিয়ে নিজের পছন্দের মন্ডল সভাপতি করার অভিযোগে তার বিরুদ্ধে পোস্টার পরেছিল। বৈশাখী মন্ডলের অভিযোগ দলের অসময়ে ছিলাম এখন সভাপতির হাতে হেনস্থা হতে হল।

সুবীর নাগ অভিযোগ অস্বীকার করে বলেন,কিছুদিন ধরেই সোসাল মিডিয়ায় দলের নেতাদের নামে কুৎসা করছিল। বারন করলেও শোনে নি,তাই পার্টি অফিসে ঢুকতে বারন করা হয়েছে।এবার দল সিদ্ধান্ত নেবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট