বন্ধু আমি তোমারই—-


শুক্রবার,০৩/০৮/২০১৮
1160

সুভাষ চন্দ্র দাশ---

বন্ধু যেদিন আমি এ পৃথিবীর মায়া ত্যাগ করে,
যাবো চলে দুর বহু দূরে—–
সেদিন তোমাকে সাময়িক ভাবে ভুলে যাবো,
যদি সময় হয় ঘুরে যেও মোর সমাধি ধারে!

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

শুকনো ঝরা বকুলের মতো যদি মনে রেখো-
অন্তরের আয়নাতে দেখতে পাবে,
অামি তোমারই সাথে আছি সর্বক্ষণ-
তুমি কি বন্ধু আমাকে ভুলে যাবে?

গোলাপের কাঁটায় বিদ্ধ ঠিকই,
তবুও তো প্রেমের ইঙ্গিত দেয়-
ক’জনে বা মনে রাখে প্রেম,
খেয়া তরী যদি ডুবে যায়!

বন্ধু তোমার হৃদয়ে পেয়ে স্থান-
শুনেছি নানান চড়াই-উৎরাইয়ের কাহিনী,
দেখেছি পৃথিবীর অন্তরঙ্গ ভালোবাসা-
তোমাকে ছেড়ে কোথাও অার যাওয়া হয়নি!

মৃত্যুর পরও পাশে রবে বন্ধু ,
আমি লুকিয়ে দেখবো পাহাড়ের গুহায়-
তারপরে ও ভুলে যেতে পারো,
দুঃখ হবে না যদি থাকো অামার অন্তিম শয্যায়!

যদি কলঙ্কিত চাঁদ আলোকিত করে ধরণী,
পারবে না সূর্য্যের ন্যায় তীব্র উজ্জ্বব আলো দিতে-
সমাধির উপর দুটি নয়ন রেখে অপলক তাকিয়ে,
ভুলে যেওনা দুফোঁটা অশ্রু ফেলতে!

বন্ধু আমি ছিলাম,আমি থাকবো,
আমার এ অন্তরে তোমারই পদরেণু আকাঁ রবে-
সাতরঙা রামধনুর ন্যায় দেখবে তোমায়-
নীল ঘন আকাশের আড়ালে!

যতদিন এ পৃথিবীতে বন্ধু শব্দ হবে উচ্চারিত
রব সেই দীর্ঘ সময় জীর্ণকায়
তারাদের সাথে মিশে যাবো
যেদিন থাকবেনা বন্ধু শব্দ মিশে যাবো চিতায়!

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট