দুবাই থেকে আসা এক দম্পতির রিক্সায় ফেলে যাওয়া তিন লক্ষ টাকা ও সোনার গয়না উদ্ধার


শনিবার,০৪/০৮/২০১৮
432

বাংলা এক্সপ্রেস---

গত ২৭ তারিখ দুবাই থেকে আসা এক দম্পতি গতকাল বিকালে রিক্সায় করে লিলুয়া যাচ্ছিলেন বয়স্ক মহিলা রুক্মিণী সিংহ রিক্সায় তার ব্যাগ ফেলে নেমে যায় ততক্ষনে লিলুয়া থেকে রিস্কা টা চলে যায়। এরপর ওই মহিলা হাওড়া বেলুর থানা একটা লিখিত অভিযোগ করে। বেলুড় থানার পুলিস অভিযোগ নিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারপরে চিহ্নিত করে ওই রিক্সায়ালাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে পুলিশ তার কাছ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সোনার গয়না দুবাইয়ের টাকা  উদ্ধার করে দম্পতির হাতে তুলে দেয়া বেলুড় থানার পুলিশ চার ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার করে দম্পতি হাতে তুলে দেয় পুলিশ।এত তাড়াতাড়ি মূল্যবান জিনিস পেয়ে যাওয়ায় খুব খুশি থানার আধিকারিদের উপর দম্পতি জানায় দুবাইতে হলে এত তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হতো না। মূল্যবান জিনিস নিয়ে সাড়ে দশটায় দুবার উদ্দেশে রওনা হবার জন্য এয়ারপোর্টে চলে যায় ওই মহিলা।

বাংলা এক্সপ্রেস মোবাইল অপ্পস ডাউনলোড করুন :

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট