॥ বাইশে শ্রাবণে ॥
মেঘস্বরে রিম্ ঝিম্ বর্ষণে
রবি যায় অস্তাচলে বাইশে শ্রাবণে ।
ওগো দিনমণি !
বলেছিলে অনুভবে…
‘এসেছিনু প্রবাসীর মতো এই ভবে
বিনা কোনো পরিচয়ে, রিক্ত শূন্য হাতে
একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে ।’
কালতরী বেয়ে বলেছিলে সাঁঝে…
‘মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক ।’
পরিবর্তন স্রোতে বলেছিলে বিদায় পথে…
‘সব চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়,
সে আমার প্রেম
তারে আমি রাখিয়া এলেম
অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে ।’
ওগো ‘মুক্তধারা’র কবি !…
শুনতে কি পাও মরণের পারে
তোমার ভাবনা সত্যি করে
যন্ত্রবোধে পণ্য হয়ে
লোভের পসারে প্রেম বিকিয়ে,
দিশেহারা মানুষের হাহাকার ?
‘রক্তকরবী’র অনল প্রভায়
আনন্দ নন্দিনী পারে নি,
না না জাল ছিঁড়ে পারে নি
ব্যভিচার পোড়াতে চেতনার চিতায় !
মানবতার প্রেমময় জাগরণে
প্রেমী তুমি ফিরে এসো,
ফিরে এসো না-বাইশে শ্রাবণে !
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ