নদীয়া: নদীয়ার পানিখালীতে বিজেপির মিটিং এ যাওয়ার পথে আক্রান্ত বিজেপি নেতা সমিক ভট্টাচার্য।নদীয়ার চাকদহ চৌমাথার কাছে চাকদহ বনগাঁ রোডে বিজেপি নেতা সমিক ভট্টাচার্যের গাড়ী থামিয়ে তাতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।চাকদহ চৌমাথার কাছে ওই বিজেপি নেতার গাড়িতে ভাঙচুর চালায় কিছু উত্তেজিত জনতা।বিজেপির অভিযোগ,পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে তৃণমূল।
নদীয়ার পানিখালীতে আক্রান্ত বিজেপি নেতা সমিক ভট্টাচার্য
বুধবার,০৮/০৮/২০১৮
904