বিচারাধীন বন্দীর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা


বৃহস্পতিবার,০৯/০৮/২০১৮
538

সুমন করাতিঃ হুগলী---

চুঁচুড়া আদালতে বিচারাধীন বন্দীর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা। বন্দী মিলন মোড়লকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।ডানকুনি থানা গত ২০১৭ সালের ৮ই জুন মাদক সহ গ্রেফতার করে মিলনকে।বন্দী থাকা কালিনই তার ট্রায়াল শুরু হয়।

আজ চুঁচুড়া স্পেসাল কোর্টে মামলা চলার সময় হঠাৎ সে বিষ খেয়ে নেয়।তরিঘরি তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় বন্দী অবসাদে ভুগছিল বলে জানা গেছে। আদালতের ভিতরে বিষ সরবরাহ করায় বন্দীর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট