“আমিত শাহ বাংলাকে অশান্ত কারার প্রতিবাদে” বর্ণাঢ্য মিছিল বহরমপুরে


শনিবার,১১/০৮/২০১৮
829

বাংলা এক্সপ্রেস---

বহরমপুরঃ সারা রাজ্যের সাথে সাথে মুর্শিদাবাদ জেলাতেও তৃনমূল দলের নির্দেশে “আমিত শাহ বাংলাকে অশান্ত কারার প্রতিবাদে” এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে। শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল বের করা হয়। এদিন গোরাবাজার নিমতলা মোড় থেকে শুরু হয় মিছিল, সেই মিছিল মোহন হাউসের মোড় হয়ে বহরমপুর কালেকট্ররেট মোড়ের সামনে দিয়ে জেলা তৃনমূল পার্টি অফিসে এসে এই মিছিল শেষ হয়। এদিনের মিছিলের অগ্রভাগে ছিলেন বহরমপুর টাউন তৃনমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জী, জেলা তৃনমূল সহ সভাপতি অশোক দাস ছাড়াও অন্যান্য তৃনমূল নেতা নেতৃরা।

https://youtu.be/yhauRs8W83w

 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট