রাজারহাট ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পালিত হল কণ্যাশ্রী দিবস


বৃহস্পতিবার,১৬/০৮/২০১৮
680

সত্যজিৎ মন্ডল---

রাজারহাট: ১৪ ই আগস্ট রাজারহাট ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পালিত হল কণ্যাশ্রী দিবস। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মহাশয় ও রাজারহাট সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ দত্ত মহাশয়। অনুষ্ঠানের প্রারম্ভে সকল অতিথি দের কে বরণ করে নেওয়া হয় পুষ্পস্তবক ও উত্তরিও দিয়ে। এদিন কণ্যাশ্রী দিবস উদযাপনে আগত রাজারহাট এলাকার প্রায় দশটি স্কুল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেদিনটি আনন্দ মুখোরিত করে তোলে।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট