বাঙালি অভিনেতা হিসাবে সিনেমা জগতে তিনি আজও স্মরণীয়


রবিবার,১৯/০৮/২০১৮
1406

শুভ বিশ্বাস---

উৎপল দত্ত প্রথম দিকে বাংলা মঞ্চনাটকে অভিনয় করতেন। তিনি শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সাথে ভ্রমণ করেছেন বেশ কয়েকবার। তাঁকে গ্রূপ থিয়েটার অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম হিসাবে গন্য করা হয়। কৌতুক অভিনেতা হিসাবেও তাঁর খ্যাতি রয়েছে। তিনি হিন্দি কৌতুক চলচ্চিত্র গুড্ডি, গোলমাল ও শৌখিনে অভিনয় করেছেন। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন। মননশীল ছবি ছাড়াও অজস্র বাণিজ্যিক বাংলা ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন উৎপল দত্ত।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

উৎপল রঞ্জন দত্ত মৃত্যু হয় ১৯ আগস্ট ১৯৯৩। বাংলা ছায়াছবিতে তার দক্ষতা ও অভিনয় এর প্রতি তার পারদর্শীতা বারবার ফুটে উঠেছে সিনেমার পর্দায়।আজ মহান এই অভিনেতার মৃত্যু দিন। এছাড়া তিনি অজস্র নাটক রচনা করেন যেমন – লেনিন কোথায়, টিনের তলোয়ার, ঘুম নেই, দ্বীপ, ইত্যাদি। আজ মহান অভিনেতার প্রয়ান দিবসে তার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি!!অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন নাট্যাকার, ও পরিচালক।। জীবনের সায়াহ্নে থিয়েটার এর জগতে তার অধ্যাবসায় বিশ্বের সিনেমা প্রেমী দের কাছে এক অমুল্য রতন।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট