ড. হুমায়ুন কবীরকে বিশেষ সম্মাননা প্রদান করলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নীলরতন আঢ্য


সোমবার,২০/০৮/২০১৮
475

ফারুক আহমেদ---

বহরমপুর পৌরসভার পৌরপিতা নীলরতন আঢ্য গতকাল রবিবার, ১৯ আগস্ট বহরমপুর পৌরসভার সেমিনার হলে বিশেষ সম্মাননা প্রদান করে সম্মানিত করলেন ড. হুমায়ুন কবীর সাহেবকে।

মুর্শিদাবাদ জেলার প্রাক্তন পুলিশসুপার তথা দক্ষ প্রশাসক, স্বনামধন্য লেখক ড. হুমায়ুন কবীর। তিনি মানুষের কল্যাণে কাজ করেন সর্বত্র সেই জন্য দেশবাসী তাঁকে এক ডাকে চেনেন। সম্প্রীতি বাজায় রাখতে এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে ড. হুমায়ুন কবীর পরিচালনা করলেন “আলেয়া” চলচ্চিত্র। এই “আলেয়া” চলচ্চিত্র ইতিমধ্যে সকল দর্শকমহলকে সমৃদ্ধ করেছে এবং সুপারহিট হয়েছে সিনেমাটি।

তিনি সমাজকল্যাণে বহু বছর ধরেই কাজ করছেন। সমাজকল্যাণে বিশেষ অবদানের জন্য ড. হুমায়ুন কবীর সাহেবকে বিশেষ সম্মাননা প্রদান করতে পেরে বহরমপুর পৌরসভার পৌরপিতা নীলরতন আঢ্য মহাশয় খুশি হয়েছেন।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট